সাইমুম শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল: ধর্মীয় বিভাজন নয় শ্রদ্ধাবোধের বাংলাদেশ গড়ার আহ্বান

সাইমুম শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল: ধর্মীয় বিভাজন নয় শ্রদ্ধাবোধের বাংলাদেশ গড়ার আহ্বান

বিনোদন

সাইমুম শিল্পীগোষ্ঠী তাদের বার্ষিক ইফতার মাহফিল বুধবার (১৯ মার্চ) ঢাকার ধানমণ্ডির হোয়াইট হল রেস্টুরেন্টে আয়োজন করে। প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয়, বরং পরস্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ গড়তে চায় সরকার।”

এ সময় সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সভাপতিত্বে, সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাইমুম চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহীম।

ইফতার মাহফিলে প্রয়াত শিল্পী কবি মতিউর রহমান মল্লিকসহ অন্যান্য প্রয়াত শিল্পীদের স্মরণ করা হয় এবং ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *