
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে বিমানে চড়ে দল। সেখান থেকে ম্যাচ ভেন্যু শিলংয়ে পৌঁছাবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তার আগে সকাল সাড়ে ৭টার মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয় দল।
বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মণ জানিয়েছেন, শিলংয়ে জয় দিয়ে ইংল্যান্ডে জন্ম নেওয়া মিডফিল্ডার হামজা চৌধুরীর অভিষেক রাঙানোর লক্ষ্য তাদের। তিনি আরও জানান, প্রথম দিনের অনুশীলনেই হামজা দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন। ভারতে আরও অন্তত তিনটি অনুশীলন সেশন পাবে দল, যেখানে আরও ভালোভাবে একে অপরের সঙ্গে খাপ খাওয়ানোর সুযোগ থাকবে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর।