
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে মজা করেন। এক ভিডিওতে তাকে তামিম ইকবালের পাশে দাঁড়ানোর অনুরোধ করতে শোনা যায়। তবে, একটি যুবক তার মন্তব্য নিয়ে আপত্তিকর মন্তব্য করে, যা শবনম এবং নেটিজেনদের নজরে আসে।
শবনম ফারিয়া ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট পোস্ট করে প্রতিবাদ জানান এবং তার ফেসবুক প্রোফাইলের ছবি প্রকাশ করেন। তিনি জানান, যুবকটি সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন।
সাজিদা ফাউন্ডেশন বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জানান যে, ওই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শবনম ফারিয়া তাদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “নিরীহ নারী হয়রানি কোনোভাবেই সহ্য করা উচিত নয়।”