
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিণ। নিজের কাজের খবরের পাশাপাশি মাঝে মাঝে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন নানা ব্যক্তিগত অনুভূতি। সম্প্রতি তিনি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে খোলা চুলে এবং মিষ্টি হাসিতে দেখা যাচ্ছে।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।” এই ক্যাপশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হাস্যরসাত্মক প্রতিক্রিয়া পেয়েছেন ফারিণ। কেউ লিখেছেন, “অসাধারণ হয়েছে হাসিটা,” অন্য একজন লিখেছেন, “পিকআপ তো লাগবেই, তবে সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন?”
ফারিণও হাস্যরসাত্মক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “হাহা।”
এদিকে, ফারিণের নতুন নাটক ‘পিকআপ লাগবে’ সম্প্রতি মুক্তি পেয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটি রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় তৈরি হয়েছে।