
মাত্র ১৪ বছর বয়সেই ইতিহাস গড়লেন মুস্তাকিম হাওলাদার। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ১৭০ বলে ৫০টি চার ও ২২টি ছক্কায় ৪০৪ রানে অপরাজিত থাকেন তিনি। দলটি ৭৭০ রান করে ম্যাচ জেতে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে।
নবম শ্রেণির শিক্ষার্থী মুস্তাকিম ক্রিকেটের জন্য প্রতিদিন টানা আট ঘণ্টা অনুশীলন করেন। বাবা-মায়ের নিবেদিত সহায়তায় তিনি ক্রিকেটে উঠে আসেন। বাসার আঙিনায় কংক্রিটের ওপর প্রতিদিন তিন-চার হাজার বল খেলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছেন তিনি।
এর আগেও ৯৩ বলে ২৫৮, ৭১ বলে ১৬৫ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন মুস্তাকিম। এবার ৪০০ রানের অনন্য রেকর্ড গড়ে নতুন উচ্চতায় পৌঁছালেন তিনি। তাঁর লক্ষ্য অনূর্ধ্ব-১৯ দলে জায়গা করে নিয়ে জাতীয় দলে খেলা এবং দেশের জন্য শিরোপা জয় করা।