
বাংলাদেশের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী শাহনাজ খুশি তার জীবনের নানা স্মৃতি ও অনুভূতি ফেসবুকে শেয়ার করেছেন। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দেওয়া এই অভিনেত্রী জানান, এক সময় তাঁকে প্রায় ১০ বছর ধরে কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি।
ফেসবুকে পোস্ট দিয়ে শাহনাজ খুশি বলেছেন, “আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে, প্রায় ১০ বছর পর্যন্ত আমাকে পার্টিতে ইনভাইট (অনুষ্ঠানে দাওয়াত) করলে ২ সন্তান সঙ্গে করে যাব এজন্য, বাস্তবিক অর্থে সবার প্রাইভেসির কথা চিন্তা করেই হয়তো বেশিরভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াতে আমাকে অ্যাভোয়েড (এড়িয়ে) করে গেছে।”
তিনি আরও জানান, “এ সময় সন্তানের স্কুল, কোচিং ও পরীক্ষাগুলির জন্য তাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। তবে এখন সন্তানদের বড় হওয়ার পর তাঁদের নিয়ে অংশগ্রহণ করলেই অনুভব হয়, এখন সময় পাল্টেছে।”
এই পোস্টে শাহনাজ খুশি তার জীবনের পরিবর্তনগুলোর বর্ণনা দেন, যেখানে তিনি খোলামেলাভাবে জানান, সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের স্বপ্নগুলো অনেক সময় রাখতে পারেননি। “আজও একটি প্রশ্ন ঘুরপাক খায় আমার মনে, ‘এখন আমি কোথায় যাব?’” এমন প্রশ্ন রেখে শেষ করেন তিনি।
শাহনাজ খুশি নব্বইয়ের দশকে অভিনয়ের যাত্রা শুরু করেন এবং মঞ্চ ও টেলিভিশনে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি ভবের হাট, সাকিন সারিসুরি, হারকিপ্টে, গরুচোর, হারাধনের একটি বাগানসহ একাধিক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।