
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে সময়মতো ধারের টাকা না পেয়ে ভেকু দিয়ে পাওনাদারের বসতবাড়ির মাটি কেটে নিলেন এক যুবদল নেতা। আজ বুধবার বাড়ির মালিক আজাহার গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা জানান। এর আগে বৃহস্পতি ও শুক্রবার উপজেলার আজগানা গ্রামে ঘটনাটি ঘটলে আজ বিষয়টি জানাজানি হয়।
অভিযুক্ত মাসুদ সিকদার (৩৫) উপজেলার আজগানা ইউনিয়নের খাড়াপাড়া গ্রামের সাগর সিকদারের ছেলে। তিনি আজগানা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
জানা গেছে, উপজেলার আজগানা গ্রামের বাসিন্দা আজাহার (৩৫) একই গ্রামের মাসুদ সিকদারের কাছ থেকে বাকিতে ইট কেনেন। ইটের টাকা যথাসময়ে পরিশোধ না করতে না পারায় বেশ কিছুদিন আজাহার বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করেন।
বাড়ির মালিক আজাহার অভিযোগ করে মোবাইল ফোনে বলেন, ‘ইট কেনার সময় মাসুদ সিকদার সাদা স্ট্যাম্পে আমার স্বাক্ষর রাখেন। পরে কী লিখেছে, তা আমি জানি না। আমি বাড়িতে না থাকায় গত বৃহস্পতি ও শুক্রবার রাতে আমার বসতবাড়ির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে নিয়ে যায়। মাটি কেটে নেওয়ার পরও সে আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’
অন্যদিকে মাসুদ সিকদার বলেন, ‘চার বছর আগে আজাহার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। সম্প্রতি টাকা চাইতে গেলে সে বাড়ির মাটি বিক্রি করার কথা বলে কয়েক দফায় আরও ৫০ হাজার টাকা নেয়। কথা অনুযায়ী বাড়ির উঠানের মাটি কেটে নেওয়া হয়েছে।’ এখন তিনি বিভিন্ন ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে জানান তিনি।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।