
অভিনেত্রী তাসনিয়া ফারিণ তার অভিনয়ের দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়, যেখানে নিজের ভালো লাগা ও অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
বুধবার (১৯ মার্চ) তিনি ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে খোলা চুলে এবং মিষ্টি হাসিতে ভক্তদের মাঝে ধরা দিয়েছে। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।”
এই ছবি দেখে ভক্তরা তার প্রশংসা করেছেন। শফিকুল ইসলাম সাগর লিখেছেন, “অসাধারণ লাগছে, অনেক অনেক ভালোবাসা রইলো।” আল-আমিন মন্তব্য করেছেন, “চমৎকার হাসি, খুব ভালোবাসি।” মোহাম্মদ রাজ্জাক রাজ লিখেছেন, “অসাধারণ হয়েছে হাসিটা।” আর জ্যোতি নামে একজন লিখেছেন, “মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর আপু।”
তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক করেন। এরপর ২০১৮ সালে একটি বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করেন। একই বছর তার অভিনীত ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
তার পর থেকে থেমে থাকেননি তিনি। নিয়মিত নাটক ও ওয়েব ফিল্মে কাজ করে চলেছেন, এমনকি পশ্চিমবঙ্গেও তার অভিনয়ের প্রশংসা অর্জন করেছেন।