
চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলী জুটি হয়ে ঈদে আসছেন নতুন সিনেমা ‘জংলি’ নিয়ে। এম রাহিম পরিচালিত এই সিনেমা নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রচারণা। এরই মধ্যে সিনেমার প্রোমোশনে অংশ নিয়েছেন বুবলী নিজেও।
মঙ্গলবার (১৮ মার্চ) শবনম বুবলী সোশ্যাল মিডিয়ায় লুঙ্গি পরিহিত ছবি পোস্ট করে সিনেমার প্রচারণা শুরু করেন। ছবিতে তাকে লুঙ্গি পরে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়, এবং ক্যাপশনে লিখেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?”
বুবলীর এই নতুন প্রচারণা নেটিজেনদের নজর কেড়েছে। অনেকেই ধারণা করছেন, সিনেমায় তিনি হয়তো একটি সাহসী চরিত্রে অভিনয় করেছেন, যার কারণে পোশাকের ধরনও এমন হবে।
‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান, এবং গানগুলোর কথা, সুর ও…