
অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নেন, যেখানে ক্রিকেটার তাসকিন আহমেদ এবং তানজিদ হাসান তামিমসহ অন্যান্য তারকাও উপস্থিত ছিলেন। এক ভিডিও ক্লিপে মজা করে তিনি বলেন, “তাসকিনের পাশে দাঁড়াব না, আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।”
এই ভিডিওর মন্তব্যে একজন যুবক শবনম ফারিয়ার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এই মন্তব্যের বিরুদ্ধে সরব হন এবং প্রশ্ন তোলেন, “কেন একজন অপরিচিত মানুষকে পতিতা মনে হবে?”
পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনরা যুবকের সমালোচনা করে আইনের আওতায় আনার দাবি জানান। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মন্তব্য করেন, “এ দেশে ৯৫% মানুষ মিডিয়ার নারীদের বেশ্যা মনে করে।”