যমুনা রেল সেতু নির্মাণে এখন পর্যন্ত দুর্নীতির কোনো তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি – রেলপথ সচিব

অর্থনীতি জাতীয় ভূঞাপুর

নিজস্ব প্রতিবেদক: নবনির্মিত যমুনা রেলওয়ে সেতু নির্মাণে এখন পর্যন্ত কোন দুর্নীতির তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। তবে, এই রেল সেতু নির্মাণে কোনো ধরনের দুর্নীতি হলে তা খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার, ১৮ মার্চ দুপুরে যমুনা রেল সেতু পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জের সয়দাবাদ রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

ট্রেন চলাচলের সুবিধা বৃদ্ধির ফলে ভাড়া বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, আগে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন ভাড়া ছিল ৪০৫ টাকা, যা বাড়িয়ে এখন ৪৫০ টাকা করা হয়েছে। নতুন ভাড়া আগামীকাল (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

তিনি আরো বলেন, নতুন এই যমুনা রেল সেতুতে পণ্যবাহী ট্রেন চলাচলের সুবিধা থাকায় এই উত্তর ও পশ্চিম অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। সেতুটি ডাবল ট্রাকের ডুয়েল গেজ হওয়ায় দুই পাশে থাকা ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হবে না।

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভূঞাপুরে যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনে রেল সেতু উদ্বোধন করেন তিনি। এতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এম আফজাল হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়ুকি।

স্বাগত বক্তব্য রাখেন- যমুনা রেল সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাউসুদুর রহমান। এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, দেশি-বিদেশী অতিথিসহ নির্মাণ প্রকৌশল ও শ্রমিকরা আরও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার, ১৮ মার্চ সকাল ১১ টা ৪০ মিনিটে ভূঞাপুরে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম নবনির্মিত যমুনা রেলওয়ে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উদ্বোধনী ওই স্পেশাল ট্রেনটি সেতু পূর্ব রেল স্টেশন থেকে ধীরে ধীরে মূল সেতুতে প্রবেশ করে ১২০ কিলোমিটার গতিতে মাত্র ৩ মিনিটে ৪ দশমিক ৮ কিলোমিটার এই সেতু দিয়ে যমুনা নদী পারি দিয়ে সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের সয়বাদ স্টেশনে পৌঁছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *