
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিনা দেড় যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে আছেন। কিছু সময়ের বিরতি শেষে গত বছর থেকে তিনি আবারও কাজে ফিরেছেন। তবে এবার ছোট পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্মে মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।
সারিকার অভিনীত প্রথম ওয়েব ফিল্ম মায়া মুক্তি পায় গত বছর, যা পরিচালনা করেন রায়হান রাফি। এতে অভিনয় করে দারুণ সাড়া পান তিনি। এবার তার নতুন ওয়েব ফিল্ম আমলনামা মুক্তি পেয়েছে একটি ওটিটি প্ল্যাটফর্মে, যেটিও পরিচালনা করেছেন রায়হান রাফি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মে সারিকা বিপাশা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। শুরু থেকেই এটি নিয়ে দর্শকদের কৌতূহল ছিল। ছবিটি প্রসঙ্গে সারিকা বলেন, ‘গল্প শোনার পরই আমি চরিত্রটি করতে রাজি হয়ে যাই। এটি অনেক আবেগী গল্প, যেখানে বাস্তব ঘটনার অনুপ্রেরণা থাকলেও সিনেমাটিক নানা উপাদান রয়েছে। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। দর্শকদের অনুরোধ করব এটি দেখার জন্য, গল্পের কোথাও বোরিং লাগবে না, এটা আমি নিশ্চিত।’
এ ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা তমা মির্জা।
এদিকে, অভিনয়ের পাশাপাশি সারিকা নিয়মিত টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। বিশেষ নাটকেও তার উপস্থিতি দেখা যায়। আসন্ন ঈদে তার অভিনীত একটি নাটক প্রচার হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।