
টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত এখন বলিউডেও সমানতালে পরিচিত। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রে দারুণভাবে অভিনয় করছেন। শুধু ভারতীয় সিনেমা নয়, তিনি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন এবং ঢালিউডেও দেখা গেছে তাকে। তার নতুন সিনেমা ‘বরবাদ’-এ তিনি কিং খান শাকিব খানের সঙ্গে একসঙ্গে পর্দায় আসছেন। এই সিনেমায় দুজনের লড়াই দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।
সম্প্রতি সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যেখানে যিশু সেনগুপ্ত একটি বিধ্বস্ত জেলখানায় মৃতদেহের মাঝে থেকে উঠে এসে উড়ন্ত চুমু ছুঁড়ে দেন। টিজারে বোঝা যায়, যিশু পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করবেন, এবং তার লড়াই হবে শাকিব খানের চরিত্রের সঙ্গে। শাকিবের চরিত্রে দেখা যায়, তিনি ব্যান্ডেজ হাতে এবং রাইফেল নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন, তার মুখে দাঁড়ি এবং ক্ষতচিহ্ন রয়েছে। সিনেমাটির নির্মাতা হৃদয় জানিয়েছেন যে এটি একটি ভায়োলেন্ট সিনেমা হবে, যেখানে নৃশংসতা দেখা যাবে। শাকিবের চরিত্রটি ড্রাগ নিচ্ছে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবং একের পর এক শত্রুদের হত্যা করছে।
‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল, যিনি ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি হয়ে জনপ্রিয় হন। ‘বরবাদ’-এ ইধিকা পাল নিতু চরিত্রে অভিনয় করছেন। অন্যান্য চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
একটি সম্প্রতি সাক্ষাৎকারে যিশু সেনগুপ্ত শাকিব খানের সম্পর্কে বলেন, “ওর (শাকিব) সম্পর্কে বলার কোনো ধৃষ্টতা নেই, সে বাংলাদেশের মেগাস্টার। মানুষ হিসেবে অসাধারণ এবং সহশিল্পী হিসেবে মেধাবী।” তিনি আরও জানান, শাকিবের সঙ্গে কাজ করে তিনি একজন অসাধারণ মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা পেয়েছেন।