
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সরকারী সা’দত কলেজের প্রাক্তন শিক্ষার্থীর টিচার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৭ মার্চ শহরের সরকারি শেখ ফজিলাতুন্নেছা নেসা মুজিব মহাবিদ্যালয় মিলনায়তনে সরকারি সা’দত কলেজের প্রাক্তন শিক্ষার্থী, যারা শিক্ষকতা পেশায় জড়িত তাদের টিচার্স ফোরামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলের শুরুতে শেখ ফজিলাতুন্নেছা নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে পরিচিত পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টিচার্স ফোরামের সাধারণ সম্পাদক সরকারি সা’দত কলেজের গণিত বিভাগের সহাকারী অধ্যাপক আতিকুর রহমান প্রথমে স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি এমএম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান, ঘাটাইল সরকারি জিবিজি কলেজের অধ্যাপক খোন্দকার জাহিদুল ইসলাম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যাপক সোলায়মান মিয়া, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহীন মিয়া, মির্জাপুর গোহালিয়াবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান এমদাদ হোসেন নয়ন, জেলা শিক্ষক পরিষদের নেতা জাফরিন শহিদ প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন টিচার্স ফোরামের সদস্য বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা জেসমিন আক্তার বন্যা।