
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল। তবে জয় পেতে ঘাম ছুটে গেছে লস ব্লাঙ্কোদের। দলের এই সংগ্রামের পেছনে ম্যাচের ব্যস্ত সূচিকে দায়ী করেছেন কোচ কার্লো আনচেলোত্তি। আগামীতে দুটি ম্যাচের মধ্যে ৭২ ঘণ্টার বিরতি না দিলে ম্যাচ বয়কট করবে বলেও জানান তিনি।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বুধবার রিয়াল মাদ্রিদ-অ্যাতলেতিকো মাদ্রিদ ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় রাত ৯টায়। ১২০ মিনিট ও একটি পেনাল্টি শুটআউটসহ খেলা শেষ হয় মধ্যরাতে। রিয়ালের পরের ম্যাচ ছিল লা লিগায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.৩০টায় ভিয়ারিয়ালের বিপক্ষে। অর্থাৎ, ৭২ ঘণ্টারও কম সময়ের মধ্যে।
এমন ঘন সূচিতে বিরক্ত রিয়াল মাদ্রিদ। গতকাল ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই ক্লাবের টিভি চ্যানেলে বলা হয়, ‘ঘন সূচি নিয়ে রিয়াল মাদ্রিদ ফিফার সহায়তা চাইবে যাতে ভবিষ্যতে এমনটা আর কখনো না হয়।’
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এলে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তিকে এ বিষয়ে জিজ্ঞেস করা হয়। ক্লাবের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমি মনে করি আজ শেষবার আমরা ৭২ ঘণ্টার আগে ম্যাচ খেললাম।
ভবিষ্যতে এমনটা আর হবে না। আমরা লা লিগাকে দুইবার খেলার সময় পরিবর্তন করতে বলেছিলাম, তারা কিছুই করেনি। তবে এটা শেষবার।’৭২ ঘণ্টার বিরতি না থাকলে রিয়াল আসলেই কি খেলবে না জানতে চাইলে উত্তরে তিনি বলেন, ‘না, অবশ্যই না।’
ফিফা খেলোয়াড়দের স্বাস্থ্যের সুরক্ষার জন্য ৭২ ঘণ্টার কম বিশ্রাম না নেওয়ার সুপারিশ করেছে। তবে ম্যাচের সময়সূচি নির্ধারণ করে প্রতিযোগিতার কতৃপক্ষ। স্পেনে লা লিগা লিগ ম্যাচের সময় নির্ধারণ করে।