
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নবাগত অভিনেত্রী নাজনীন নীহার জুটি যেন দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ভালোবাসা দিবসে প্রচারিত মন দুয়ারি নাটকটি মুক্তির পরই ঝড় তোলে ইউটিউবে, অল্প সময়েই কোটি ভিউ ছাড়িয়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়। দর্শকদের ভালোবাসা ও বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে নির্মাতা জাকারিয়া সৌখিন ঘোষণা দিয়েছেন, তিনি আবারও এই জুটিকে নিয়ে নতুন নাটক বানাচ্ছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপূর্ব ও নীহার সঙ্গে একটি ছবি শেয়ার করে পরিচালক লেখেন, “আবারও আসছি আমরা। নতুন কিছু নিয়ে, নতুন আয়োজনে। আপনাদের ভালোবাসার বিপরীতে আপাতত এটুকুই বলতে পারছি।” যদিও নতুন নাটকটির গল্প বা মুক্তির তারিখ সম্পর্কে তিনি কিছু জানাননি, তবে গুঞ্জন রয়েছে, এটি ঈদে মুক্তি পেতে পারে।
এদিকে নাটকের বাইরে সিনেমা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন অপূর্ব। কলকাতায় সম্প্রতি মুক্তি পাওয়া তার প্রথম টালিউড সিনেমা চালচিত্র দারুণ সাড়া ফেলেছে, যেখানে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অন্যদিকে নাজনীন নীহা এখনো নাটকে মনোযোগী, যদিও তার সিনেমায় কাজ করার পরিকল্পনা রয়েছে।
অপূর্ব-নীহা জুটির নতুন নাটক কবে আসবে, কী হবে গল্প—সব প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই। তবে দর্শকদের ভালোবাসা যে তাদের আরও একসঙ্গে পর্দায় আনছে, তা একপ্রকার নিশ্চিত!