
ঈদ উপলক্ষে জমে উঠেছে বাংলাদেশের সিনেমা অঙ্গন। ইতোমধ্যে মুক্তির অপেক্ষায় থাকা বেশ কিছু সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি ও সিয়াম আহমেদের জংলি–এর পর এবার সেই তালিকায় যোগ হলো মোশাররফ করিমের নতুন সিনেমা চক্কর ৩০২।
সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় প্রকাশিত টিজারে মোশাররফ করিমকে দেখা গেছে এক রহস্যময় গোয়েন্দার চরিত্রে।
টিজার দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমার গল্প আবর্তিত হবে একটি হত্যাকাণ্ডের রহস্যকে ঘিরে, যেখানে উঠে আসবে জীবনের অন্ধকার দিকগুলো। টানটান উত্তেজনা আর রহস্যময়তার কারণে দর্শকদের আগ্রহ বাড়ছে সিনেমাটি নিয়ে।
এর আগে সিনেমার গল্প নিয়ে পরিচালক জীবন বলেন, “গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প, সম্পর্কের গল্প। যদি দর্শক চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করতে পারে, তাহলে সিনেমাটি অবশ্যই পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।”
চক্কর ৩০২ সিনেমায় মোশাররফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, তারিন জাহান, সুমন আনোয়ার, শাশ্বত দত্তসহ আরও অনেকে।