মাভাবিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিক্ষা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ মার্চ ২০২৫, শনিবার, বিকাল ৫টায় বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত এ মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান খান সিয়াম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ উজ্জল। এরপর ইসলামিক নাশিদ পরিবেশন করেন প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ ইসহাক ও তার সহপাঠীরা।

বিজিই বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. এ কে এম মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। রমজানের তাৎপর্য ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বিজিই বিভাগের শিক্ষক, প্রফেসর ড. কেএম কাদেরী কিবরিয়া। রমজানের সামাজিক শিক্ষা নিয়ে সংক্ষিপ্ত দারস পেশ করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান। ইসলামি সংগীত পরিবেশন করেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *