
বিপিএল চলাকালীন সময় পারিশ্রমিক না পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়। টুর্নামেন্ট শেষ হওয়ার পরেও অবশ্য সেই সমালোচনা থামেনি।
মাসের শুরুতে পুরো টাকা পাননি বলে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর বিরুদ্ধে বিসিবির কাছে লিখিত অভিযোগ করেন দলটির মেন্টর হিসেবে কাজ করা শহীদ আফ্রিদি। পাকিস্তান কিংবদন্তির পর এবার চিটাগাংয়ের বিরুদ্ধে পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ করেছেন পারভেজ হোসেন ইমন। এখন ৫০ শতাংশ বাকি আছে বলে জানিয়েছেন বাঁহাতি ব্যাটার।
মিরপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইমন বলেছেন, ‘৫০ শতাংশ পেয়েছি, বাকিটা এখনও পাইনি। বলতেছে দেবে দেবে, আমরা এখনও পাচ্ছি না। আমি, শরিফুল, আসলে সব খেলোয়াড়ই… যা পেয়েছি বিপিএল চলাকালীনই পেয়েছি। এই ইমনই টুর্নামেন্ট চলাকালীন সময় টাকা না পাওয়া ক্যাম্প ছেড়েছিলেন। তখন মালিক সামির বলেছিলেন, ‘হ্যাঁ, ব্যক্তিগত কারণে আমি ইমনকে পেমেন্ট করিনি।।
আমার টাকা তো গাছে ধরে না, আমার সন্তুষ্টির দরকার আছে। সন্তুষ্ট হলে টাকা দিয়ে দেব, বকেয়া রাখব না।’ বকেয়া থাকবে না বললেও বিপিএল শেষ হওয়ার দেড় মাস পরও চিত্র পাল্টায়নি। পারিশ্রমিকের এমন সমস্যা পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল জানিয়েছে ইমন বলেছেন, ‘সবসময় আমাদের মনোযোগ থাকে পারফরম্যান্সের দিকে। আমাদের পরিকল্পনা থাকে আরও কীভাবে পারফর্ম করব।
আমাদের তখন যদি চিন্তা করতে হয় পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না। এটা আসলে মনোযোগে ব্যঘাত ঘটায়।’তবে পারিশ্রমিকের বিষয়ে সব দলকেই ছাড়িয়ে গিয়েছিল দুর্বার রাজশাহী। টাকা না দেওয়ায় এক ম্যাচ তো বিদেশিদের ছাড়াই খেলতে হয়েছে দলটিকে। যা বিপিএলের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।