
ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অভ্যন্তরেই।
বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও সভাপতি তাবিথ আউয়ালের সৌদি ক্যাম্পের সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এত ব্যয়বহুল ক্যাম্প করার চেয়ে ঢাকায় অনুশীলন করাই বেশি লাভজনক হতো। এমনকি ওই বাজেটে ঢাকায় অন্য কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব ছিল, যা ভারত ম্যাচের জন্য আরও কার্যকর প্রস্তুতি হতে পারত।
আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিছুদিন অনুশীলনের পর ৫ মার্চ দল সৌদি আরবে যায়।
সৌদি আরবে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। এর পরিবর্তে তায়েফের আল ওয়েদাত ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেছে দল। অন্যদিকে, ভারত ম্যাচের আগে মালদ্বীপের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে, যা তাদের জন্য ভালো অনুশীলনের সুযোগ তৈরি করবে।
এমন পরিস্থিতিতে সৌদি আরবে ক্যাম্প করাকে অনেকেই অযৌক্তিক মনে করছেন। বাফুফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমার ব্যক্তিগত মতামত, ভবিষ্যতে সৌদি আরবে তখনই দল পাঠানো উচিত, যখন বড় কোনো দেশের সঙ্গে ম্যাচ খেলার নিশ্চয়তা থাকবে। অন্যথায় দেশে অনুশীলন করিয়ে বিভিন্ন দলকে এনে প্রস্তুতি ম্যাচ খেলা ভালো সিদ্ধান্ত হবে।”
তিনি আরও বলেন, “যে অর্থ খরচ করে সৌদি আরবে দল পাঠানো হলো, সেটি ঢাকায় প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য ব্যবহার করলে দলের উন্নতি হতো। এই বিষয়টি আমি বাফুফের নির্বাহী কমিটির সভায় তুলব, যাতে ভবিষ্যতে প্রস্তুতির কৌশল আরও কার্যকর হয়।”