
বাংলাদেশ ক্রিকেটের বড় অংশ ছিলেন, পঞ্চপাণ্ডব তকমা পাওয়া পাঁচ ক্রিকেটার। তবে ধীরে ধীরে জাতীয় দল ছেড়ে অবসর জীবনের পথে তারা। সিনিয়র পাঁচ ক্রিকেটারের বিদায়ের পর বাংলাদেশকে তরুণরাই এগিয়ে নেবে বলে বিশ্বাস করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। তাছাড়া জাতীয় দলে যারাই সুযোগ পাবেন তারা যোগ্য হিসেবেই খেলবেন বলে প্রত্যাশা করেন এই বিসিবি পরিচালক।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট থেকে দুজন অবসর নিয়েছেন। এর মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ একেবারে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেছেন। আর মুশফিকুর রহিম সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে। শুধু মাত্র টেস্ট ক্রিকেটে আরো কিছুদিন দেখা যাবে মুশফিককে। তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা নেই আর ক্রিকেটে। সাকিবের ওয়ানডেতে খেলার ইচ্ছা থাকলেও রাজনৈতিক পরিচয়ের কারণে সেটাও হচ্ছে না। সবমিলিয়ে পঞ্চপাণ্ডব উপমা বাংলাদেশ ক্রিকেটের জন্য এখন অতীত অধ্যায়।
এই অতীতকে পেছনে ফেলে এবার সামনের দিকে আগাতে তরুণদের ওপর ভরসা রাখছেন নাজমুল আবেদীন।গতকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই বিসিবি পরিচালক বলেন, ‘সময় এলে তো পুরোনোদের যেতেই হবে। কিন্তু গত কিছুদিন আমরা নতুন কিছু খেলোয়াড়কে দেখেছি, যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলার। আমরা যদি মিডিয়াতেও দেখি, অনেক আলোচনায় ও কেন দলে নেই, সে কেন নেই। এ নিয়ে অনেক তর্ক–বিতর্কও দেখছি। এর মানে হচ্ছে যারা চলে যাবে, তাদের বিকল্পও আমাদের হাতে আছে।’
এরপর নাজমুল বলেছেন,
‘এখন ব্যাপারটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে ওরা কেমন করবে এটা আগে থেকে বলাটা মুশকিল। ওদের যতটুকু আমরা দেখছি তাতে মনে হয়েছে ওরা হয়তো মানিয়ে নিতে পারবে। হতে পারে একটু সময় লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে সেখানে যথেষ্ট প্রতিভা আছে এবং তারা যোগ্য হিসেবেই দলে জায়গা পাবে।’
বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয়, যারা চলে যাচ্ছে তাদের থেকে খারাপ এবং তাদের মতো খেলোয়াড় আর কোনোদিনই হওয়া সম্ভব নয়, তাহলে আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো, আমাদের বিশ্বাসের মধ্য দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে তারা যোগ্য হিসেবেই এখানে আসছে। আমি বিশ্বাস করি তারা ভালো পারফর্ম করবে।’