
ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশা। একের পর এক জনপ্রিয় নাটকে দেখা গেছে অভিনেত্রীকে। কাজ করেছেন সমসাময়িক সব বড় তারকার সঙ্গেই। এ প্রজন্মের টিভির দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি।নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও।
সম্প্রতি দেশের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। আর ফিল্মটির জন্য ব্যাপক সাড়া পাচ্ছেন এ অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ওটিটির একটি পেইড ভার্সনে মুক্তি পায় তিশা অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম। ফিল্মটিতে জ্যোতি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিশা। হাসপাতালের বেডে কোমায় থাকা চরিত্রটি দিয়ে নতুন করে নজর কাড়লেন এ অভিনেত্রী। ‘ঘুমপরী’ মুক্তির পর দর্শকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে তানজিন তিশা বলেন, ‘এ ফিল্মের গল্পটা দর্শক দারুণভাবে আপন করে নিয়েছে। যখন শুটিং করছিলাম তখনই মনে হয়েছে দর্শক গ্রহণ করবেন। কিন্তু ভাবছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে নেবে! আমিও কাজটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। অবশেষে মনে হচ্ছে চ্যালেঞ্জ উতরে গেছি আমি। রিলিজের তিন সপ্তাহ হয়ে গেছে, এখনো দর্শকের রেসপন্স পাচ্ছি। এ অনুভূতি অদ্ভুত ভালোলাগার।
সবাই যেভাবে ভালোবাসা অব্যাহত রেখেছে এটি আমার ক্যারিয়ারে স্পেশাল হয়ে থাকবে।’ অভিনেত্রী আরও বলেন, ‘অসংখ্য দর্শকদের মন্তব্য আমাকে নাড়া দিয়েছে। বেশিরভাগই বলেছে, শেষের দিকে গল্পের ঘোর থেকে বের হতে পারছে না। মনে হচ্ছে, আমার চ্যালেঞ্জ নেওয়া সার্থক হয়েছে।’ এ চরিত্র নিজের মধ্যে ধারণ করা চ্যালেঞ্জ ছিল জানিয়ে তিশা বলেন, ‘ঘুমপরীকে নিয়েই এ গল্প। আর সেটি হচ্ছি আমি। যারা এটি দেখেছেন তারাও এতে একমত। কিন্তু স্ক্রিনে আমার প্রেজেন্স একটু কম।
যখন স্ক্রিনে আমি মিসিং থাকব না, তখন মানুষ যেন ঘুমপরীকে খোঁজে এটাই ছিল আমার বড় চ্যালেঞ্জ। বেডে শুয়ে থাকাকালীন সংলাপ না দিয়ে আমার তাকিয়ে থেকে অ্যাক্টিং করাটা ছিল অনেক চ্যালেঞ্জের। অন্যদিকে, চঞ্চল মেয়ের ক্যারেক্টারে দর্শক অন্য লুকেও দেখেছে। এটাও ছিল চ্যালেঞ্জের। সব মিলিয়ে জ্যোতি হয়ে ওঠা এবং পুরো কাজটাই ছিল চ্যালেঞ্জের। সেদিক থেকে দর্শকদের ভালোবাসায় মনে হচ্ছে চ্যালেঞ্জ সার্থক।’