তিন প্রজন্মের গল্পে অভিনেত্রী তানজিকা

তিন প্রজন্মের গল্পে অভিনেত্রী তানজিকা

বিনোদন

আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে নাটকের ব্যস্ততা রয়েছে তানজিকা আমিনের। তবে তিনি এর মাঝে আরও একটি দীর্ঘ ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। তানজিকা জানিয়েছেন, কাজটি তার অসম্ভব ভালো লাগা তানজিকা বলেন, “কিছু গল্প থাকে, যা আপনাকে দেখা বা শোনা মাত্রই আকৃষ্ট করবে।

তেমনই একটি গল্পের নাটকে অভিনয় করেছি সম্প্রতি, নাম ‘মেয়ে’। তিন প্রজন্মের তিন নারীর গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে। আমি অভিনয় করেছি মধ্যবয়সী এক নারীর চরিত্রে। যে তার জীবন নিজের মতো করে যাপন করতে চায়। এই চাওয়ার কারণে তাকে পরিবার, সমাজ ও ধর্মের মুখোমুখি হতে হয়। কিন্তু সে এসব প্রতিকূলতা ভেদ করেই নিজের মতো করে সামনে এগিয়ে যাবে।

এমনই এক গল্পে অভিনয় করতে পেরে আমি আনন্দিত। কারণ এখানে নারীদের জীবনযুদ্ধের বিষয়টি ভালোভাবে তুলে ধরা হয়েছে। তাই নাটকটি দেখে বিশেষ করে নারীরা অনুপ্রাণিত হবে বলে আমি আশাবাদী এই নাটকে তিন প্রজন্মের তিনজন নারীর আলাদা আলাদা সংগ্রামের গল্প দেখানো হয়েছে।

যেটি পরিচালনা করেছেন নির্মাতা কামরুজ্জামান রনি। তার নির্মাণেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।বর্তমানে তানজিকা আমিন ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। আছে ‍ওটিটির কাজের প্রস্তাবও। সম্প্রতি অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ শিরোনামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। যেখানে তিনি ‘নূরজাহান’ চরিত্রে অভিনয় করেছেন।

এ বছরের শুরুতে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বসুনিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেত্রী। দাম্পত্যজীবন এবং কাজ নিয়ে বছরটি ভালোভাবেই শুরু হয় তার। তবে বর্তমানে নারী ও শিশুদের প্রতি ঘটে যাওয়া ধর্ষণসহ নানা ঘটনা ব্যথিত করেছে তাকে। এ নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন তানজিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *