নায়িকা অপু বিশ্বাস বলেন আমার কাছে শাকিবই শাহরুখ খান

নায়িকা অপু বিশ্বাস বলেন আমার কাছে শাকিবই শাহরুখ খান

বিনোদন

শো-রুম উদ্বোধন কমিয়ে দিয়ে এখন পরিবার, নিজের ব্যবসা এবং তার পাশাপাশি বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়েই আপাতত ব্যস্ত রয়েছেন চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস।

জানালেন, সিনেমা নিয়ে বড় রকমের পরিকল্পনা করছেন। ‘বড় একটা কাজের পরিকল্পনা আছে। জানিনা সেটা কতটুকু সফল হবে। এটা এখনই শেয়ার করতে চাই না। পরে দেখা গেল কাজটাই হলো না। এদিকে আমি অনেকটাই আনলাকি।’ এর পর ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়ে কাজ করছি। এখন শো-রুম উদ্বোধন একদম কমিয়ে দিয়েছি। সামনে একটা বড় প্ল্যান আছে।

আমার কাছে মনে হয়েছে ভালো কোনো কাজ করতে হলে নিজেকে আরো অনেক বেশি এক্সক্লুসিভ করা দরকার। দর্শকরা আমাদেরকে যতটা কম কাছাকাছি পাবে তত বেশি সিনেমাহলে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে।যেটা অপ্রিয় সত্য হলেও শাকিব খানের ক্ষেত্রে বারবার ঘটে আসছে।’ শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি দেখতে যাবেন কি না, এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, ‘হ্যাঁ, ইচ্ছে আছে দেখার।

সিনেমাটির ট্রেলার দেখেছি, দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম ট্রেলার শেয়ার করেছি। আমি তো অনেকের মতো রচনা ব্যাখ্যা করতে পারি না, মুখের কথাও ছিনিয়ে আনতে পারি না। ব্যাখ্যা আমার কাছে ভীষণ হাস্যকর লাগে।

মিথ্যা কথা বলা, মিথ্যা তথ্য দেওয়া আমার পক্ষে সম্ভব না।’ ট্রেলার দেখার পর শাকিব খানকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘শাকিব খানের বিষয়টা এখন এমন হয়ে গেছে যে, আগে বলতাম আমি শাহরুখ খানের ভীষণ ফ্যান। এখন তো আমার ঘরেই শাহরুখ খান আছে, আমি এখন তারও ফ্যান। আমার কাছে শাকিবই শাহরুখ খান।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *