রোহিতের অবসর নিয়ে সৌরভ গাঙ্গুলি যা বললেন

রোহিতের অবসর নিয়ে সৌরভ গাঙ্গুলি যা বললেন

খেলা

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষেই রোহিত শর্মা ওয়ানডে থেকে অবসরে যেতে পারেন বলে গুঞ্জন আছে। সংবাদ সম্মেলনে গতকাল রোহিতের অবসর প্রসঙ্গে সহ-অধিনায়ক গিল বলেন, ‘দলের মধ্যে এ ধরনের কোনো আলোচনা নেই।

আমরা শুধু কালকের ম্যাচ কিভাবে জেতা যায়, সেটি নিয়েই কাজ করছি। হয়তো এই ম্যাচের পর বিষয়টি তিনি (রোহিত) ভেবে দেখবেন। ’যদিও কিছুক্ষণের মধ্যেই এই বক্তব্য ‘এক্সপাঞ্জ’ করে নেন গিল। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে রোহিতের সঙ্গে কথা বলবেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।

এই আলোচনায় রোহিতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি মনে করেন, রোহিতকে এখনই ওয়ানডে থেকে বিদায় দেওয়া উচিত নয়।

তিনি সমর্থকদের স্মরণ করিয়ে দিয়েছেন য, গত বছরই রোহিতের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং এ জন্য রোহিতের সম্মান প্রাপ্য। গতকাল সংবাদমাধ্যমকে সৌরভ বলেন, ‘রোহিত শর্মার অবসর নিয়ে এত কথা হচ্ছে কেন? এ ধরনের প্রশ্নই বা করা হচ্ছে কেন? কয়েক মাস আগেই সে (টি-টোয়েন্টি) বিশ্বকাপ জিতেছে। জানি না, নির্বাচকেরা কী ভাবছে।

কিন্তু সে এখনো দারুণ খেলে যাচ্ছে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয় পেলে সৌরভ গাঙ্গুলি ও মহেন্দ্র সিং ধোনির পর ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরবেন রোহিত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *