
ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর দলের সমালোচনা করেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিসসহ সাবেক তারকারা। এবার ওয়াসিম-ওয়াকাররাই সমালোচনার মধ্যে পড়লেন।
সাবেক দুই সতীর্থের প্রতি তীব্র রাগ ঝাড়লেন পাকিস্তানের আরেক সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ। ওয়াসিম-ওয়াকার একটি টেলিভিশন চ্যানেলে দুবাই থেকে শো করে বিভিন্ন দিক তোলে ধরে আলোচিত হচ্ছেন। দুই কিংবদন্তি পাকিস্তানি পেসার দুবাই থেকে টেলিভিশন শো করছেন বলে রশিদ নিজের ইউটিউব চ্যানেলে তাদের ‘দুবাই বয়েজ’ হিসেবে উল্লেখ করেছেন। বলেছেন তারা নাকি টাকার জন্য সব করতে পারে। এবার সেই টিভি শো’র প্রসঙ্গ ধরেই রশিদ নিজের ইউটিউব চ্যানেলে বললেন, ‘দুবাইয়ের ছেলেরা শোরগোল ফেলে দিয়েছে।
তারা এখন একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছে আর নিজেরা খুশি থাকছে। অথচ গোটা ক্যারিয়ারে দুজন একে অন্যের সঙ্গে লড়াই করেছে, আমাদের আগুনের মধ্যে ঠেলে দিয়েছে। আজব মানুষ তারা। তাদের সামনে টাকা ছেড়ে দেন, তারা যেকোনো কিছু করবে।’ এর আগে নব্বইয়ের দশকের খেলোয়াড়দের সমালোচনা করেছেন পাকিস্তানের আরেক সাবেক মোহাম্মদ হাফিজ।
তিনি বলেছিলেন, ‘আমি ৯০-এর দশকে খেলা ক্রিকেটারদের বিশাল ভক্ত, কিন্তু উত্তরাধিকার প্রসঙ্গে বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেননি—১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে তারা হেরেছে। আমরা ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম, কিন্তু হেরে গেছেন।’ ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াসিম। ওয়াকার অবশ্য সেই বিশ্বকাপ খেলেননি।
আইসিসি আসর না জিতলেও অনেক টুর্নামেন্টই তারা দেখান ঝলক।