টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিক্ষা সেমিনার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সাথে শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউসে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান।

এ সময় তিনি বলেন, শিক্ষার গুনগত মানোন্নয়নে আইসিটি ও মাল্টিমিডিয়া কার্যক্রমকে গতিশীল করতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের নিজেদেরেকে সম্পুর্ন তৈরি করে নিতে হবে। এ ব্যপারে সরকারের সকল থরনের সুযোগ সুবিধার কথাও উল্লেখ করে ড. আজাদ বলেন, আমাদের শিক্ষার্থীরা নিজে নিজেই আইসিটি ও মাল্টিডিডিয়ার প্রয়োজনীয় অনেক কিছুই শিখতে পারে। শুধুমাত্র তাদেরকে সটিক পরিচর্যা করতে পারলে দেশের মেধাবী এসব শিক্ষার্থীরা অনেক বিষয়ে বিপ্লব সাধন করবে।

টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *