মুক্তির আগেই সিকান্দারের আয় ১৬৫ কোটি

মুক্তির আগেই সিকান্দারের আয় ১৬৫ কোটি

বিনোদন

বিগত কয়েক ঈদে বক্স অফিসে সালমান ঝড় দেখা যায়নি। তবে এ বছর ঈদের বক্স অফিসে জমাতে প্রস্তুত সালমান খান। মুক্তির অপেক্ষায় তার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’। সিনেমাটির পোস্টারেও বলিউডের সুলতান ধরা দিয়েছেন দুর্দান্ত অ্যাকশন লুকে। তাই এর মুক্তির অপেক্ষায় সালমান ভক্তরা।

এদিকে, মুক্তির আগেই বড়সড় আয় করে নিয়েছে সিকান্দার। সিনেমার বাজেটের প্রায় ৮০ শতাংশ আয় ইতোমধ্যেই ঘরে তুলে নিয়েছে সালমান খানের সিনেমাটি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকন্দর’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ়), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন।

যদিও এটির বক্স অফিসে বাম্পার কালেকশনের উপরই নির্ভর করবে এর ওঠানামা। সূত্রের খবর অনুসারে, ‘সিকান্দার’ সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। এর জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। তবে যদি সিনেমাটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তা হলে ওটিটিতে মুক্তির জন্য এই চুক্তি ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।

একই ভাবে, নির্মাতারা ‘সিকান্দার’-এর স্যাটেলাইট রাইটসের জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার চুক্তি করেছে। গানের রাইটসের জন্য ‘জি মিউজিক’-এর সঙ্গে ৩০ কোটি টাকার চুক্তি হয়েছে।
যার ফলে মুক্তির আগেই সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি সিনেমার রাইটস-এর বাইরে ১৬৫ কোটি টাকা আয় করেছে। মুক্তির পর এই সংখ্যা ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে যা সিনেমাটির বক্স অফিস আয়ের উপর নির্ভর করবে।

প্রায় ১৮০ কোটি টাকা বাজেটে নির্মিত সিকান্দারের প্রচার ও বিজ্ঞাপনের বাজেটই ছিল প্রায় ২০ কোটি টাকা। সালমান খানের পারিশ্রমিক যদিও এর মধ্যে অন্তর্ভুক্ত নয় বলে জানা যাচ্ছে। সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *