ডন ৩র প্রস্তাব ফেরালেন কিয়ারা!

ডন ৩র প্রস্তাব ফেরালেন কিয়ারা!

বিনোদন

ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক হিট সিনেমা দিয়ে এখন পছন্দের শীর্ষে তিনি। সদ্যই ঘোষণা দিয়েছেন অন্তঃস্বত্ত্বা হওয়ার। মা হতে যাচ্ছেন অভিনেত্রী।

তবে সেই সংঙ্গে দুঃসংবাদও এলো কিয়ারা ভক্তদের জন্য। বলিউডর অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা। শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর কাপুর। সিনেমাটির ঘোষণার পর থেকেই দশর্কদের উন্মাদনা চোখে পড়ারর মতো।

এতে রণবীরের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। তবে মা হওয়ার ঘোষণার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ফারহানের ‘ডন ৩’-এর প্রস্তাব নাকচ করে দিয়েছেন কিয়ারা। বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর অনুরাগীরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য।

তবে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র অনুসারে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং গোছাতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ এই গোটা প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। অতঃপর ইতিমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে।

তবে এখনো কারো নাম নির্দিষ্ট করে জানা যায়নি। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’-এর শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে। সন্তান জন্মদানের পরই চুক্তিবদ্ধ হওয়া বিগ বাজেটের কিছু সিনেমার কাজ শুরু করবেন কিয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *