
মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুরে মারকাজু আজিজুল মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (গতকাল) রাতে পৌরসভার শ্রীহরিপাড়ার রাজনগর লালু মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। যদিও মাদরাসার ছাত্র-শিক্ষকরা নিরাপদে রয়েছেন, তবে টিনের একটি ভবন, পাঠ্যপুস্তক, আসবাবপত্র ও নগদ অর্থ আগুনে পুড়ে গেছে।
তারাবির নামাজ শেষে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে বারোটার দিকে মাদরাসার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের ভয়াবহতা টের পেয়ে ছাত্ররা চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মির্জাপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
মির্জাপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল করিম জানান, স্টেশন অফিসার বেলায়েত হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলা হচ্ছে।
তিনি আরো বলেন, এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানি হয়নি, তবে মাদরাসার একটি টিনশেড ভবন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক, আসবাবপত্র এবং নগদ অর্থ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে কাজ করছে।