চোখ এখন দ্বিতীয় লেগে আনচেলত্তির

চোখ এখন দ্বিতীয় লেগে আনচেলত্তির

খেলা

মাদ্রিদ ডার্বিতে জিতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে কিছুটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে রদ্রিগো, ব্রাহিম দিয়াজের গোলে জিতেছে রিয়াল। তবে এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়ররা বেশ কিছু সুযোগ হাতছাড়া না করলে ব‍্যবধান আরো বড় হতেই পারত।

তবে এই সব নিয়ে ভাবছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার চোখ দ্বিতীয় লেগ জিতে পরের রাউন্ডে যাওয়ার। ঘরের মাঠে প্রথম লেগ জিতে আনচেলত্তির চোখ এখন ওয়ান্দা মেত্রোপলিতানোয় দ্বিতীয় লেগের দিকে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে পরের ম্যাচে নিজেদের উজাড় করে দিতে হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, ‘এগুলো সম শক্তির দলের লড়াই। চ‍্যাম্পিয়নস লিগে এটা শেষ ষোলোর লড়াই, তবে অনায়াসেই এটা ফাইনাল কিংবা সেমিফাইনাল হতে পারত। অ্যাতলেতিকো ইউরোপের সেরা দলের একটি। আর এই লড়াইয়ের প্রথম লেগেই নিষ্পত্তির কথা আপনি ভাবতে পারবেন না।’

‘আমরা স্বল্প ব‍্যবধানে এগিয়েছি যা ফিরতি লেগে আমাদের আত্মবিশ্বাস জোগাবে। এটা কঠিন একটি ম‍্যাচ ছিল… বরাবরের মতোই। অ্যাতলেতিকোর বিপক্ষে যা সবস ময়ই হয়।’ চলতি মৌসুমে অ্যাতলেতিকোর বিপক্ষে আগের দুই ম‍্যাচে ১-১ ড্র করেছিল রেয়াল। এবার জিততে পারাকে বড় করে দেখছেন আনচেলত্তি। ‘প্রথমার্ধে আমরা অনেক বল হারিয়েছি, আমরা অনেক অপ্রয়োজনীয় ভুল করেছি, যার মাসুল প্রায় দিতেই হচ্ছিল আমাদের। আলভারেজের গোলে ওরা সমতা ফিরিয়েছিল।

তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো ছিলাম। আমরা তখন সুযোগ কাজে লাগাতে পেরেছি।’ আক্রমণভাগের দুই তারকা এমবাপ্পে ও ভিনিসিয়ুসের জন‍্য রাতটা হতাশারই ছিল। খুব ভালো সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। আনচেলত্তি নিশ্চিত ফিরতে লেগেই নিজেদের স্বরূপে মেলে ধরবেন তারা।

‘আমি মনে করি, আতলেতিকোর রক্ষণের বিপক্ষে খেলা সহজ কাজ নয়। ম‍্যাচে আমরা অনেক বেশি সুযোগ পাইনি। ওরা দুই জন কঠোর পরিশ্রম করেছে, কঠিন লড়াই করেছে। আগামী বুধবার অ্যাতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *