
মির্জাপুর প্রতিনিধি: ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এর আগে গতকাল শুক্রবার তাকে মির্জাপুর থানা থেকে টাঙ্গাইলের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, এএসআই আতিকুজ্জামানের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ভোরে বাসের যাত্রীরা মির্জাপুর থানার পুলিশকে বিষয়টি জানান। সে সময় এএসআই আতিকুজ্জামান থানায় ডিউটি অফিসার ছিলেন। তিনি যাত্রীদের সঙ্গে ভালোভাবে কথা বলেননি বলে ভুক্তভোগী ব্যক্তিরা অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী ওমর আলী মির্জাপুর থানায় মামলা করার পর শনিবার সকালে পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে তিন জনকে গ্রেফতারের কথা জানান।
একই ঘটনায় শুক্রবার নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনার তিনদিন পর মামলা হয়েছে। ওমর আলী নামে একজন যাত্রী মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা ১০জনকে আসামি করা হয়েছে।