টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন ঢাকায় গ্রেপ্তার

অপরাধ আইন আদালত টাঙ্গাইল সদর রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার পেশায় তামাক ব্যবসায়ী। এছাড়াও টাঙ্গাইল শহরে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা রয়েছে তার। তিনি বিগত সরকারের আমলে তিনটি সংসদ নির্বাচনে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় শিক্ষার্থী মারুফ ও ইমন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।

 

আজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ড সহসভাপতি মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ৫ আগস্ট সকালে ভাটারা থানার এলাকার জে ব্লকের ৯ নম্বর রোডের পাকা রাস্তার ওপর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি বাদী হয়ে গত ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া মো. সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী ওই মামলায় এজাহারভুক্ত আসামি এবং এমপি মো. ছানোয়ার হোসেন ও মো. আবু মুসা আনসারী ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাত সাড়ে ১১ ঘটিকা হতে রোববার রাত সাড়ে ৩টা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাসহ বিভিন্ন মামলায় পলাতক আসামি ছানোয়ার বসুন্ধরার একটি বাসায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *