ঘাটাইলে নকল প্রসাধনী জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

অপরাধ আইন আদালত ঘাটাইল পরিবেশ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইলে বিপুল নকল প্রসাধনী জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার, ১৬ ফেব্রুয়ারি দুপুরে ঘাটাইল উপজেলার ঘাটাইল বাজারে জাতীয় ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করে। অভিযানে নাবিল এন্টারপ্রাইজ ৫০ এবং মাহির এন্টারপ্রাইজকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ঘাটাইল উপজেলায় ঘাটাইল বাজারে অভিযান পরিচালনা করে দুই ডিলারকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ দুটি ডিলারের গোডাউনে বিপুল নকল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, সামনের রমজানের ঈদকে সামনে নিয়ে এসব নকল প্রসাধনী বাজারের সয়লাব করার চিন্তাভাবনা করছেন এ ব্যবসায়ীরা। কিন্তু কোনো অসাধু ব্যবসায়ী ঈদ উপলক্ষে যেন কোনো প্রকার সুবিধা নিতে যাতে না পারে এ ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ঘাটাইল উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহানারা আক্তার, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু জুবায়ের উজ্জ্বলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *