দেলদুয়ারে চাকুরির কথা বলে সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, ৩ জন আটক

অপরাধ আইন আদালত দুর্নীতি দেলদুয়ার

দেলদুয়ার প্রতিনিধি: দেলদুয়ারে চাকরি দেওয়ার কথা বলে সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়ে প্রতারণা করার অভিযোগে দেলদুয়ার থানা পুলিশ প্রতারক চক্রের তিনজনকে আটক করেছে।

শনিবার, ১৫ ফেব্রুয়ারি তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার লাউহাটী ইউনিয়নের কাতুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এমদাদুল হকের ছেলে শিহাব উদ্দিন (৩২), মানিকগঞ্জ সদরের পূর্ব দাশড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫৩) ও নাগরপুর উপজেলার আটিয়া উলাইল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোজাম্মেল হক (৪৪)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিহাব উদ্দীন সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয় দিয়ে তার সহযোগী আনোয়ার হোসেন ও মোজাম্মেল হকের মাধ্যমে নাগরপুর উপজেলার আব্দুল খালেকের নিকট হতে তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ১০ লাখ টাকার চুক্তি করেন। এরমধ্যে ১ লাখ টাকা নগদ দেওয়া হয়। বাকি ৯ লাখ টাকা নিয়োগপত্র হাতে দেওয়ার পর পরিশোধ করতে হবে মর্মে প্রতারক চক্র ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

গত ২ ফেব্রুয়ারি চাকুরি প্রার্থী শ্রাবণ হোসেনকে চট্টগ্রাম সেনানিবাসে নিয়ে একটি নিয়োগপত্র হাতে ধরিয়ে দেন। নিয়োগপত্রটি ভুয়া বলে সন্দেহ হলে চুক্তির ৯ লাখ টাকা দেওয়ার জন্য প্রতারক চক্রকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কাতুলী গ্রামে আসতে বলেন মামলার বাদী আব্দুল খালেক।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি সেনাবাহিনীর সার্জেন্ট পরিচয়দানকারী শিহাবউদ্দীন ও তার দুই সহযোগীকে নিয়ে লাউহাটি ইউনিয়নের কাতুলী গ্রামে আসলে তাদের আটক করে দেলদুয়ার থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ প্রসঙ্গে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. সোহেব খাঁন জানান, বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া সার্জেন্ট পরিচয়দানকারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়। পরে শনিবার নিয়মিত মামলা দিয়ে তাদেরকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *