![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ভূঞাপুর প্রতিনিধি: ভূঞাপুরে দলীয় প্রভাব দেখিয়ে কামরুল প্রামাণিক নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গা দখল নিয়ে টিনের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। কামরুল প্রামাণিক ভূঞাপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গার কিছু অংশ নিজেদের দাবি করে সরকারি গভীর নলকূপ কাজের বাঁধা প্রদান করায় কাজ বন্ধ রেখেছে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ফলে কাজটি শেষ না হওয়ায় গোবিন্দাসী ইউনিয়ন পরিষদসহ বাজার এলাকার ৩’শ পরিবার বিশুদ্ধ পানি সেবা থেকে বঞ্চিত রয়েছে।
স্থানীয়রা জানায়, ওই নেতা তার দলীয় প্রভাব দেখিয়ে শেখ হাসিনা সরকার পতনের ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি পরিষদের কিছু অংশ নিজেদের দাবি করে সরকারি কাজ বন্ধ করে টিনের বেড়া দিয়ে ইউনিয়ন পরিষদের জায়গা দখলে নেন। পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন বিষয়টি জানলেও দখলকারীর ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি। এ নিয়ে এলাকাজুড়ে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, দুই কোটি টাকা ব্যয়ে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের জায়গায় সরকারিভাবে গভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে দুইটি বোরিংয়ের মধ্যে একটির কাজ সম্পন্ন করা হয়েছে। দ্বিতীয় বোরিংটি করার সময় বিএনপি নেতা কামরুল প্রামাণিক বাঁধা দেয়। পরে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বন্ধ রাখে। ফলে ৩’শ পরিবার বিশুদ্ধ পানি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও পরিষদের জায়গা দখল নেওয়া কামরুল প্রামাণিক জানান, তিনি ইউনিয়ন পরিষদের কোনো জায়গা দখলে নেননি। তাদের নিজের কিছু জমির অংশে টিনের বেড়া দিয়েছেন। এ ব্যাপারে হাইকোর্ট থেকে তাদের পক্ষে ডিগ্রি পেয়েছেন বলেও জানান তিনি।
অপরদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের এক সাবেক চেয়ারম্যান বলেন, জায়গাটি ইউনিয়ন পরিষদের এ মর্মে হাইকোর্ট থেকে ডিগ্রি যাওয়া যায়।
গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, টিনের বেড়া দিয়ে পরিষদের জায়গা দখল নেওয়ার বিষয়টি শুনেছি। এ নিয়ে একাধিকবার মিমাংসার চেষ্টা করা হয়েছিল।
উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় কামরুল নামে এক ব্যক্তি নিজেদের জায়গা দাবি করে কাজ বন্ধ করে দেয়। ফলে কাজটি দ্রুত সম্পন্ন করতে পারছি না।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, যে জায়গা দখল করেছে তাকে লিগ্যাল কাগজ-পত্র নিয়ে আসতে বলা হয়েছে। ইউপি পরিষদ ও প্রশাসন নিয়ে বসে সমাধানের চেষ্টা করা হবে।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, উপজেলা জনস্বাস্থ্য থেকে বিশুদ্ধ পানি সরবরাহের একটি প্রকল্প নেওয়া হয়েছে। গোবিন্দাসী প্যানেল চেয়ারম্যান ও জনস্বাস্থ্য প্রকৌশলকে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার কথা বলেছিলাম। কিন্তু বর্তমানে কেন কাজটি বন্ধ রয়েছে সে বিষয়ে অবগত নই।