![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার, ১০ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড়, জেলা প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন প্রমুখ।
এ সময় জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে মানববন্ধন শেষে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
প্রসঙ্গত, গত শনিবার টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক সংগঠনের উপদেষ্টা সদ্য প্রয়াত মজনু মিয়ার দোয়া মাহফিলে জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর, লুটপাট ও নেতৃবৃন্দকে মারপিটের ঘটনা ঘটে।