টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর রাজনীতি সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির রোডম্যাপ কর্মসূচি নিয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার বা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নয়। আগে জাতীয় সংসদ নির্বাচন হবে।

পরবর্তীতে নির্বাচিত সরকার স্থানীয় বা কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আয়োজন করবে। কোন নির্বাচন দেশের জনগন এই মুহুর্তে চায় না। সংস্কার কর্মসূচির মধ্যে সবচেয়ে অত্যাবশ্যকীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এবং কোর্টের ভূমিকা রয়েছে। এই প্রয়োজনীয় সংস্কার আগামী কয়েক মাসের মধ্যেই শেষ করা সম্ভব। এগুলোর সংস্কার করেই নির্বাচনে যাওয়া উচিত অন্তর্বতী সরকারের। প্রধান উপদেষ্টা খুব দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন বলে বিশ্বাস করি।

সোমবার, ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

 

অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, এই সরকার রাষ্ট্র মেরামতে এখনও সফলতা দেখাতে পারেনি। এই সরকার যেন একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যেন সম্মানের সাথে বিদায় নিতে পারে। ছয় মাস পেরিয়ে গেলেও এখনও বাজার ব্যবস্থা স্থিতিশীলতার ধারে কাছেও নেই। এরমধ্যে ব্যাংকিং ব্যবস্থা এখনও স্থিতিশীল হয়নি। বিদেশী বিনিয়োগ একেবারেই শুন্যের কোঠায় নেমে গেছে। বৃহৎ রাষ্ট্রগুলো বলছে নির্বাচিত সরকারের সাথে তাদের সম্পর্ক হবে। ফলে সবকিছু মিলিয়ে এখন একটা নির্বাচন আবশ্যক এবং বিএনপি সেটা চায়। এবছরের ভিতরেই নির্বাচন হতে হবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অনির্বাচিত হলেও এই সরকারকে জাতির স্বার্থে বিএনপি সমর্থন দিয়েছে। কিন্তু অন্তর্বতী সরকার জবাবদিহিতাহীন সরকার। কারণ এই সরকার নির্বাচিত সরকার না।

এ সময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *