টাঙ্গাইলে প্রথম আলো বন্ধুসভার কমিটি গঠন: জয় ঘোষ সভাপতি ও সম্পাদক লুপিন

টাঙ্গাইল সদর মিডিয়া সংগঠন

নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো বন্ধুসভা টাঙ্গাইল জেলা শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জয় ঘোষ সভাপতি ও তাসনিয়া শারমিন লুপিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার, ৮ ফেব্রুয়ারি বিকেলে আদালত পাড়া (বখ্শ ফ্যামিলি) বাসায় আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

 

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ডালিয়া আক্তার মিতু, মো. আশিক মাহমুদ, যুগ্ম সম্পাদক রাইসা ইসলাম, মেহেদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক তাওহীদা ইসলাম স্বপ্নীল, সহ-সাংগঠনিক সম্পাদক সাদমান সাঈম প্রান্ত, অর্থ সম্পাদক রেদুয়ান হক রাতুল, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক নাইমুর রহমান দিগন্ত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আদিবা হুমায়রা, সাংস্কৃতিক সম্পাদক মো. হামিদ আল মামুন রানা, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মনঈম, প্রশিক্ষণ সম্পাদক রুপকথা দে, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সুহাস চৌধুরী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শিশির, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া আফরিন সিনথিয়া, মুক্তিযোদ্ধা গবেষণা সম্পাদক আবরার রহমান খান শারাফ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মৃন্ময়ী দে রায়, ম্যাগাজিন সম্পাদক নুজহাত ই তাহলিল, বই মেলা সম্পাদক শারমিন আক্তার সিনহা, কার্যনির্বাহী সম্পাদক রেনু আক্তার, মো. আনোয়ার হোসেন, নীলিমা জাহিদ পিংকি।

সংগঠনের উপদেষ্টারা হলেন- অধ্যক্ষ শামছুল হুদা, অ্যাডভোকেট তানিয়া বখ্শ, অধ্যাপক বাদল মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, অ্যাডভোকেট এস আকবর খান, অ্যাডভোকেট জিনিয়া বখ্শ, মফিদুল ইসলাম খান সাদি, মীর মেহেদী, সিরাজুল ইসলাম (রিজু বাওলা), রকিবুল ইসলাম আসাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *