বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর মধুপুর সংগঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) টাঙ্গাইল জেলা শাখার পুনর্মিলনী ও বনভোজন এক মিলনমেলার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। মধুপুরে জাতীয় উদ্যানের বনবীথিতে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)’র ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের এক্স ক্যাডেটগণ এ মিলনমেলায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে এক্স-ক্যাডেটদের টি-শার্ট প্রদান ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। সকালের নাস্তা শেষে বনের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ঘুরে উপভোগ করেন এক্স ক্যাডেটগণ। দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার ও ১৯৭৬ সালের ক্যাডেট সার্জেন্ট আহসান হাবীব চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি (এক্স সিইউও) মোহাম্মদ সালাউদ্দিন লিটন। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি (এক্স ক্যাডেট সার্জেন্ট) মো. রাশেদ খান মেনন রাসেল, সাধারণ সম্পাদক (এক্স- ক্যাডেট সার্জেন্ট) অলক কুমার দাস, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, কোষাধ্যক্ষ (এক্স সিইউও) রওশন আরা খান রোজী, কার্যকরী সদস্য কে. এম. তৌহিদুল ইসলাম (বাবু), কাজী তাজউদ্দিন রিপন, মোছাম্মদ হাসিনা শওকত টগর (এক্স সিইউও), মিয়া মোহাম্মদ জুবায়ের খালিদ স্মৃতি (এক্স সিইউও), আনিসুর রহমান (এক্স সিইউও), মোঃ জাহিদুল খালিদ সাজিব (এক্স সিইউও), ওমর ফারুক (এক্স সার্জেন্ট), তাসবীহা সাদেকীন (এক্স সার্জেন্ট), শাকিলা আহমেদ (এক্স সার্জেন্ট), ইব্রাহিম ভূঁইয়া (এক্স ল্যান্স কর্পোরাল), মাহির উদ্দিন (এক্স সিইউও), তৌহিদুল ইসলাম রবিন (এক্স সার্জেন্ট), মোঃ সজিব (এক্স সিইও), আরিফুল হক (এক্স সার্জেন্ট), ইব্রাহিম সরকার (এক্স সিইউও) প্রমুখ।

এ মিলন মেলায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্লাটুন, সরকারি এম এম আলী কলেজ প্লাটুন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি প্লাটুন, ভুঞাপুর প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ প্লাটুন, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্লাটুন, ঘাটাইল ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্লাটুন, সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের দুইটি প্লাটুন ও কুমুদিনী সরকারি কলেজ প্লাটুনের এক্স ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদু পরিবেশন করেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আহসান হাবীব চৌধুরী। আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *