টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

টাঙ্গাইল সদর পরিবেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বিশেষ চাহিদা সম্পন্ন নারী-পুরুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি দুপুরে শহরের তালতলায় জেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুবুল আলম খাসনবিশ ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার নুরই আলম তাহমিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহয্য কেন্দের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম। সঞ্চালানায় ছিলেন ফিজিওথেরাপিস্ট মো. ওহিদুজ্জামান।

পরে জেলার ৯৯জন বিশেষ চাহিদা সম্পন্ন নারী-পুরুষ ও শিশুর মাঝে ৭০টি হুইল চেয়ার, ১০ টি ট্রাইসাইকেল, পাঁচটি স্মার্ট সাদাছড়ি, পাঁচটি অক্সিলারি ক্র্যাচ, পাঁচটি এলবো ক্র্যাচ, দুইটি কর্ণার চেয়ার ও দুইটি ফোল্ডিং ওয়াকার বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রতিবন্ধী উন্নয়ন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিরাজীসহ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাদের অভিবাকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *