ঘাটাইলে ৬টি ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা আদায়

অপরাধ আইন আদালত ঘাটাইল পরিবেশ

ঘাটাইল প্রতিনিধি: ঘাটাইল উপজেলার পাহাড়ি অঞ্চলে গড়ে উঠা ছাড়পত্রবিহীন ৬টি ইটভাটায় জরিমানা করে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক।

পরিবেশ অধিদপ্তরের প্রেস রিলিজ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলা ফসলি জমিতে প্রশাসনের ছাড়পত্রবিহীন অবৈধ উপায়ে ইটভাটা পরিচালনা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে ৬টি ইট ভাটাকে ২২ লাখ টাকা জরিমানা ও ইটভাটার কিলন ভেঙে কাচা ইট ধ্বংস করে ইটভাটার আগুন নিভিয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মীরা। জরিমানাকৃত ইট ভাটাগুলো হলো ধলাপাড়া ইউনিয়নে মেসার্স সোনার বাংলা ব্রিকসকে ২ লক্ষ টাকা, মেসার্স বংশাই ব্রিকস ২ লক্ষ টাকা, মেসার্স ভাই ভাই ব্রিকস ৭ লক্ষ টাকা, রসুলপুর ইউনিয়নে মেসার্স যমুনা ব্রিকস ৪ লক্ষ টাকা, মেসার্স তিতাস ব্রিকস ৪ লক্ষ টাকা, মমিনপুর মেসার্স আঁকাশ ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শারমিন ইসলাম, প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন কার্যালয়ের সহাকারী পরিচালক সজী কুমার ঘোষ, আইন শৃংখলা বাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা সহকারী কমশিনার (ভূমি) সাবরিন আক্তার জানান, আমাদের এ ধরনের অভিযান সর্বদাই অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *