![](https://somoytaronganews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
কালিহাতী প্রতিনিধি: ‘পড় তোমার প্রভূর নামে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আয়োজনে কালিহাতীতে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪ পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সাপ্তাহিক ইনতিজার ও ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা।
কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলমের সঞ্চালনায় এবং সাপ্তাহিক ইনতিজারের সহ-সম্পাদক সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি বেনজির আহমেদ টিটো বলেন, একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। শিশুদের মাঝে শিক্ষা ও প্রতিযোগিতার চেতনাকে জাগিয়ে তোলার জন্য ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন আয়োজন মেধাবীদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন বলেন, একজন শিক্ষার্থী যখন কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যায়, তখন তা শুধু তার নয়, পুরো সমাজের গর্বের বিষয় হয়ে দাঁড়ায়। আজকের এই পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাব ও আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।