সোলায়মান খান মজনু’র কবিতা – শীত এসেছে

টাঙ্গাইল সদর শিল্প-সাহিত্য

শীত এসেছে

সোলায়মান খান মজনু

শীত পড়েছে পাড়া গাঁয়ে
স্বচ্ছ শীতল জলে
শীত পড়েছে ছায়াঘন
হিজল বনতলে।

শীত পড়েছে বুড়িগঙ্গায়
পারাপারের নায়ে
শীত পড়েছে দই-নাচানীর
চঞ্চলতার পায়ে।

শীত পড়েছে সবুজ ধানে
গাছের ডালে ডালে
শীত পড়েছে দুখিনী মার
কুঁড়েঘরের চালে।

শীত পড়েছে শহর বন্দর
পাখ-পাখালির গায়
হিম কুয়াশার ভীষণ চাপে
চক্ষু মেলা দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *