টাঙ্গাইলের চরাঞ্চলে মেধাবী ছাত্র ছাত্রীদের সম্মাননা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর শিক্ষা সংগঠন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের প্রত্যন্ত চরাঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা দিয়েছে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন।

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের খাঁস কাকুয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুস সবুর মাস্টারের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই বিদ্যালয়ে ১৫ জানুয়ারি বুধবার এ সম্মাননা দেয়া হয়। এরপর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ শাহ আলম কবির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আশরাফ আলী, মৌলভী আব্দুস সবুর মাস্টার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব শাহনাজ বেগম (লাইজু), যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ শাহ আলম, ফাউন্ডেশনের সদস্য মোঃ সোলায়মান, কারী মোহাম্মদ আবুল কালাম আজাদ, কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক ইমন সরকার ও রিপন মিয়া।

আয়োজকগণ বলেন, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। এই আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। সত্যি এ এক অন্যরকম অনুভূতি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্। এটা আমাদের নৈতিক দায়িত্ব। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাই জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে জাতি হবে শিক্ষিত, দেশ হবে সমৃদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *