নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল কালচারাল রিফরমেশন ফোরাম আয়োজিত টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারী ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৩ জানুয়ারী সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাব মিলননায়নে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির সদস্য সচিব অনীক রহমান বুলবুল। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির পরিকল্পনা ও নির্দেশক টাঙ্গাইলের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও লেখক গোলাম আম্বিয়া নূরী ও সংগঠনের আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ‘টাঙ্গাইলের এই যে প্রবহমবান শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি চর্চা- এটি যুগ যুগান্তর ধরে চলে আসছে। ‘মৈমসিংহ গীতিকা’র অনেক আখ্যানও টাঙ্গাইল অঞ্চলে থেকে সংগৃহীত। টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে সারিগান, জারিগান, বাউলগান, কবিগান, পুথিপাঠ, লোকনৃত্য, সঙযাত্রা, দাঁড়িয়াবান্ধা, হা-ডু-ডু, গোল্লাছুট, বউচি, ওপেনন্টি বায়োস্কোপ, লাঠিখেলাসহ বিভিন্ন অনুষঙ্গ আমাদের আন্দোলিত, উদ্বেলিত ও সমৃদ্ধ করেছে। তবে কালের পরিক্রমায় আমাদের এই সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মানুষ ও মানুষের মঙ্গলযাত্রাকে সচল ও সুবিস্তৃত রাখার জন্য নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখা অতীব প্রয়োজন। এই লক্ষ্যেই আমরা কালচারাল রিফরমেশন ফোরাম, টাঙ্গাইলের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৩ দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব আয়োজন করতে যাচ্ছি।’
১৫ জানুয়ারী সকাল ১০টায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার মিজানুর রহমান যৌথভাবে এ উৎসব উদ্বোধন করবেন। ১৭ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব কমিটির যুগ্ম আহবায়ক আকিবুর রহমান ইকবাল, শাহ মোঃ ইছরাইল, মোফাজ্জল হোসেন, এনামুল হক দীনা, বজলুর রহমান, আনিছুজ্জামান ও মোঃ রফিক উদ্দিন। এছাড়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।