স্থানীয় সরকার নয় আগে জাতীয় নির্বাচন চাই – আহমেদ আযম খান

বাসাইল রাজনীতি সংগঠন

বাসাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেছেন, ‘আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। নতুন নতুন দল আসতে কোনও বাধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে, তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে, তারপর নির্বাচন- এই সমস্ত চটকদারি কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনও স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন।’

 

বুধবার, ৮ জানুয়ারি বিকালে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এড. আহমেদ আযম খান বলেন, ‘আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তার কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সব জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে আমাদের ওই নোবেল জয়ী প্রফেসর ইউনূসকে বিতর্কিত করবেন না।’

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া যাবে না। তোমরা লেখাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুল-কলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।’

বাসাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *