এলেঙ্গা সাহিত্য সংসদের ২১ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত

কালিহাতী বিনোদন শিল্প-সাহিত্য সংগঠন

নিজস্ব প্রতিবেদক: এলেঙ্গা সাহিত্য সংসদ-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান টাঙ্গাইলের কবি-সাহিত্যিক-শিল্পীদের এক মিলন মেলায় পরিণত হয়। ২৯ ডিসেম্বর, রবিবার বিকেল ৪ টায় সংগঠনের এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয় সাহিত্য ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

 

এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি শিশু সাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু’র সভাপতিত্বে অলোচনা পর্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা ও বাংলাদেশ মেইল-এর মুখ্য সম্পাদক মীর নাসিমুল ইসলাম সেলিম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক বুলবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। আলোচক হিসেবে অংশ নেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ তোফাজ্জল হোসেন এবং মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুরের সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার মামুন তরফদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও অধ্যাপক ড. আলী রেজা, সাংবাদিক মো. মোজাফর আহাম্মেদ, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, নবদিগন্ত সাহিত্য পত্রিকার সম্পাদক কবি বুলবুল হাসান, সংস্কৃতিজন মো. আনিচ্ছুজ্জামান আনিছ, প্রভাষক কৃষ্ণ গোপাল সূত্রধর, প্রভাষক ইয়ামীন রহমান প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিশুশিল্পী তাকিয়া ওমামা কাশপিয়া, কলেজ ছাত্রী খাদিজাতুল কোবরা, কবি মো. ইলিয়াস আলী, গাংচিল সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ- টাঙ্গাইলের সভাপতি কবি মো. ছানোয়ার হোসেন, গোপালপুর বৈরাণ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি বিশ্বজিত চক্রবর্তী, ভূঞাপুর স্বরবৃত্ত আবৃত্তি একাডেমির পরিচালক কবি হারুন অর রশিদ হিটলার এবং উদীচী টাঙ্গাইলের আবৃত্তি প্রশিক্ষক মো. আরিফ আহাম্মেদ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন, কালিহাতী সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক মিজান রায়হান এবং টাঙ্গাইল বৃজ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রের পরিচালক খন্দকার মজিবর রহমান তপন। শিল্পীদের তবলায় সঙ্গত করেন যন্ত্রশিল্পী সোহেল মিয়া। শেষে ঐতিহ্যবাহী শীতের পিঠাসহ চা চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *