মির্জাপুরে যৌথবাহিনীর অভিযানে ১ হেক্টর বনভূমি দখলমুক্ত

অপরাধ আইন আদালত পরিবেশ মির্জাপুর

মির্জাপুর প্রতিনিধি: মির্জাপুর উপজেলার হাঁটুভাঙ্গা বিটে যৌথ অভিযান চালিয়ে এক হেক্টর বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বন বিভাগ ও পুলিশ এ অভিযান পরিচালনা করে। দখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য প্রায় এক কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানে সাতটি অবৈধ ঘর ও দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। বনভূমি ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরিবেশ অধিদপ্তর আজ বৃহস্পতিবার সাভারের আশুলিয়ার চারিগ্রামে দুটি অবৈধ সিসা কারখানা বন্ধ করে মালামাল জব্দ করেছে। একই দিনে সাভারের সাদুল্লাপুর এলাকায় মেসার্স রিপন ব্রিকসে অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া, রাজধানীর মোহাম্মদপুরে বায়ুদূষণ বিরোধী মোবাইল কোর্টে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *