সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন

দুর্ঘটনা সখিপুর

সখীপুর প্রতিনিধি: সখীপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার সকাল সাতটার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায়, ৯টার দিকে সখীপুর থানার সামনের সড়কে এবং সকাল আটটার দিকে সখীপুর সাগরদিঘি সড়কের কুতুবপুর বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে আবু বকর (৪৫), মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মৃত আবদুল গনির ছেলে জয়নুদ্দিন (৬৫) ও সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন খান (২৫)। এর মধ্যে আবুবকর একটি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি মাছ আনার জন্য ঘাটাইলের জোরদীঘি এলাকায় যাচ্ছিলেন। সেখানে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

পুলিশ জানায়, নিহত জয়নুদ্দিনের বেয়াই মকবুল হোসেন মারা যাওয়ায় জানাজায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে করে উপজেলার কচুয়া গ্রামে যাচ্ছিলেন। সোমবার সকাল ৯টায় সখীপুর-ঢাকা সড়কের থানার সামনে এলে গতিরোধকে ধাক্কা খেয়ে জয়নুদ্দিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত মামুন খান ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন। রাতের পালায় দায়িত্ব পালন শেষে ভোর সাতটার দিকে বাড়ি ফেরার পথে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তিনি নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হলেও দুজনের লাশ অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার সামনে সংঘঠিত দুর্ঘটনায় লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাকের চালককে আটক করে থানায় রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মর‌দেহগুলো ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *